Posts

অপরাজিতা তোমাকে

Image
অপরাজিতা তোমাকে সাজ্জাদুর রহমান তোমাকে পাবো বলে ঘটা করে একদিন বিজ্ঞপ্তি দিয়েছিলাম নীল আকাশে মেঘে মেঘে সেদিন সে-কি হুলস্থুল কান্ড! মেঘেদের গানের গলার সৌন্দর্য সেদিন টের পেয়েছিলাম। তুমি জানো! সেদিন এতো মোহনীয়তায় তোমাকেই খুঁজে বেড়াচ্ছিল মন, ইচ্ছে করছিলো তোমার পাগল করা কণ্ঠে একবার শুনি- ‘ভালবাসি’। আচ্ছা! কাউকে ভালবাসলেই কি তাকে কাছে পেতে ইচ্ছে করে? নাকি এখানেও বিরোধীদলের ষড়যন্ত্র! তবে! তোমার চেহারায় কী যেন এক মোহ আছে; তোমার চোখের দিকে তাকালে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি! সে-কি অবিরাম চেয়ে থাকা যেন ঈশ্বরের পরম শান্তি দর্শন। বিশ্বাস করো! তোমার সঙ্গদান থেকে ‘ভালবাসি’ শব্দের মৌন মিছিল শুনি আমি মিছিলের প্রতিটা শ্লোগান তীব্রভাবে আমায় কাছে টেনে নেয়, শরীরের প্রতিটা অণু-পরমাণু তখন তোমাকে দিব্যি বলতে থাকে- ‘ভালবাসি’।